শা করছি আপনারা সবাই অনেক ভাল আছেন। বন্ধুরা আপনার বন্ধুদের গ্রূপে এমন একটা ছেলে অবশ্যই আছে যারা আজও পর্যন্ত কোন গার্লফ্রেন্ড হয়নি। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই আজ পর্যন্ত তুই কোন গার্লফ্রেন্ড বানাতে পারলি না কেন? তুই তো হেব্বি স্মার্ট দেখতে পার্সোনালিটি ও খুব ভালো, পড়াশোনা তো মোটামুটি ভালোই, তখন সে বলবে, আমার লাইফে কোন মেয়েই আসেনি তাই আমি অনেক বেশি খুশিতে আছি। লাভ, প্রেম, ভালোবাসার কথা এসব আমি বুঝি না কে ডেলি ডেলি গুড মর্নিং গুড নাইট এসব মেসেজ করবে। আর কি এসব ন্যাকামোর কথা বলবে আমার সোনা খাবার খেয়েছো, সোনা যদি খাবার না খায় তাহলে কিন্তু আমিও খাবোনা। তবে সে এই ব্যাপারে  বেশিরভাগ সময়ই বলে থাকে আরে তোর ভাই যদি যায় না তাহলে এখনই গার্লফ্রেন্ড জোগাড় করতে পারে। কিন্তু ইয়ার এসব নাটক না আমার দ্বারা হবে না। আই এম হ্যাপি সিঙ্গেল ভাই। আমার কাছে দুটো হাত আছে আমার সেটাই যথেষ্ট। আমার কোন মেয়ের দরকারই নেই। আর যে কোন গ্রুপেই এরকম একটা ছেলে অবশ্যই থাকবে। আবার কখনো কখনো তো গ্রুপের সমস্ত ছেলেরাই এরকম হয়। বাইরে থেকে তো খুব কুল বয়। কিন্তু এরা তাদের ভেতরে যে দুঃখের ক্যাপ খুলে রেখেছে বেচারার দোকানে তো কোনো মেয়েই আসছে না। তাই তারা লুকিয়ে লুকিয়ে রাতের বেলা তাদের চোখের জল ফেলতে থাকে। তবে আপনি যদি সেই ধরনের একজন ছেলে হয়ে থাকেন যাদের কথা আমি বললাম তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে ভিডিওটিতে আমরা এমনই 8 টি কারণ সম্পর্কে আলোচনা করব যে কারণগুলির জন্য আপনি এখনো সিঙ্গেল রয়েছেন। এমন কি কারণ আছে যার ফলে আপনি এখনো পর্যন্ত কোন গারলফ্রেন্ড জুটাতে পারেন নি। আপনার বন্ধুত গার্লফ্রেন্ডের পর গার্লফ্রেন্ড জুটিয়ে চলেছে। কিন্তু আপনি এখন আপনার একাউন্টটি ওপেন করতে পারেননি। আর তার দুঃখে আপনিও হয়তো আপনার হাতের সমস্ত রেখায় মুছে ফেলেছেন। আর একটা কে মজবুত বানিয়ে ফেলেছেন। তো আপনার এই সমস্যার সমাধানের জন্য আজকে এই প্রতিবেদনটি একদম শেষ পর্যন্ত অবশ্যই পড়তে থাকুন। 


1.You are too picky  মানে আপনি একটু বেশিই পিকি, এর মানে হলো আপনি লাইফে অনেক বেশি পিক করে যেমন ধরুন আপনি ভাবেন এই মেয়েটা আমার জন্য ঠিক নয় কারণ অনেক লাজুক। এই মেয়েটা দেখতে তেমন ভাল না একে যে কিভাবে প্রপোজ করি। আমার এখনো অতটা খারাপ সময় আসেনি। দুর! এই মেয়েটার হাইটটা খুব সর্ট একসাথে ঘুরলে আমার ছোট বোন মনে হবে। এর অ্যাটিটিউড টা না খুব খারাপ আমাকে সামলাতেই পারব না। আমারতো এমন একটা মেয়ে দরকার যে সুন্দরী বুদ্ধিমতী কিছুটা ফ্যানি এবং ডিমান্ডিং নয় মানে এই সমস্ত ছেলেদের সর্ব্বগুণসম্পন্ন মেয়ের প্রয়োজন। ভাই আমিতো এখানে এটাই বলব যে আপনাকে মেনে নিতেই হবে যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে সব ধরনের গুনটি থাকাটা অসম্ভব। তাই লিস্ট বানানো ছেড়ে এমন কাউকে খুঁজুন যে আপনাকে বুঝবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে যে ভালবাসবে। হতে পারে তাকে হয়তো দেখতে অতটা ভালো না তবে সেও তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর এটাই হলো আমাদের লাগছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এরকম লিস্ট বানিয়ে চলতে থাকেন তাহলে সারা লাইফটাই আপনাকে সিঙ্গেলই কাটিয়ে দিতে হবে। ডাইরেক্ট এরেন্জ মেরেজ ছাড়া আপনারা হয়তো কোন গতি নেই।


2.You have very low confidence because of your past experience মানে আপনার পাস্ট এক্সপেরিয়েন্সের ফলে আপনার কনফিডেন্স অনেক কম। করণ বেশি মেয়েদের সঙ্গে কথাই বলেননা তাই মেয়েদের সঙ্গে কথা বলার সময় আপনি পুরোপুরি কনফিডেন্স নন। আপনি নারভাস হয়ে পড়েন। মেয়েরা সবসময় কিন্তু কনফিডেন্ট ছেলেদেরকে বেশি পছন্দ করে।‌‌ আর আপনার কনফিডেন্ট কম ফলে আপনি কোন মেয়েকে লাইক ও করে থাকেন তাহলে আপনি তাকে বলতেই পারেন না। আর তাকে বলতে না পারার করানে সেখানেই থেমে থাকেন আর এটা তো আমরা সবাই জানি যদি কথা আগেই না বাড়ে তাহলে গার্লফ্রেন্ড বানান তো দূরের কথা। আর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কলেজেও ঠিক মজা আসবে না কারণ কলেজ লাইফটা তার জন্যই বেস্ট কলেজে কোন সেটিং চলে। সিঙ্গেল ছেলেরা তো শুধু এটেন্ডেন্স বাড়াতে কলেজে আসে, এখন আপনিই ঠিক করুন আপনি কি কলেজ লাইফ এনজয় করতে চান নাকি শুধু এটেনডেন্স বাড়াতে চান।

 

3.You think girls don't like you  মানে আপনার মনে হয় যে কোন মেয়ে আপনাকে পছন্দ করে না। জানিনা আপনাদের এই অলৌকিক শক্তি কোথা থেকে আসে যে আপনার মনে হয় যে আমাদের এই থোবড়া কেউ পছন্দ করবে না! কারণ মেয়েদের সঙ্গে আপনার ইন্ট্রোডাকশন অনেক কম। তাই কোথাও না কোথাও আপনার মনে হয় যে মেয়েরা আপনাকে পছন্দ করে না। কারণ আমি স্মার্ট নই, না হলে আমরা কুল নয়, আমিও তো একটা বোরিং, আর এই ভাবনাগুলোই হলো আপনার সবথেকে বড় ভুল। আর আপনি আপনার মনে অনেক কিছু ধারনা করে নেন। যার কারনেই মেয়েদের সঙ্গে কথা বলার সময় আপনি প্রবলেমে পড়ে যান, যার কারণে আপনার কনফিডেন্স কম হয়ে যায় আর আপনি কথা আগেই এগোতে পারে না। এই সমস্ত ধারনা করা বন্ধ করে তার সঙ্গে কথা বলুন হতে পারে সেও আপনাকে লাইক করে। কিন্তু তার ওপর আপনি এতটাই ইন্টারেস্টেড নন তাই সেও আপনাকে ইন্টারেস্ট দেখাচ্ছেনা।

 

4.Your friend circle is very bad  মানে আপনার ফ্রেন্ড সার্কেল খুব খারাপ। আপনি হয়ত এখন ভাবছেন যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সিঙ্গেল থাকার আবার কি সম্পর্ক। কিন্তু এটা অনেক বড় ফ্যাক্টর ভাই, ধরুন আপনি একটা খুব খারাপ ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকেন আর প্রতিটা ছেলে সব সময় মারপিট গালিগালাজ সিগারেট মদ খেয়ে বেড়ায়। তবে হতেই পারে যে আপনি হয়তো বাকিদের মতো নয় তবে আপনি যেহেতু ওই গ্রুপের একজন মেম্বার যে কোন মেয়ে ধরে নেবে যে আপনিও গ্রুপের বাকি ছেলেদের মত খারাপ। আপনি যদি সত্যিই এরকম কোন গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে ভাই গ্রুপ ছাড়ার টাইম চলে এসেছে। কারণ এটা নয় যে মেয়েরা আপনাকে পছন্দ করবে না কিন্তু আপনি যদি আরো কিছুদিন ওই গ্রুপের সঙ্গে থাকেন তাহলে আপনিও এই গ্রুপের আর পাঁচটা ছেলের মতোই হয়ে যাবে। আর এটা তো কমন ব্যাপার এসব ছেলেদের না চাকরি জোটে না ছকরি। এখন আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন।


5.You tell your feelings very early খুব তাড়াতাড়ি আপনার ফিলিংস তাকে বলে দেন। এটা আমরা অনেকেই জানি যে ছেলেদের ধৈর্য অনেক কম হয়ে থাকে তাদের ভেতরে হাভাস এতটাই বেড়ে যায় যে তাদের যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে পটানোর জরুরি হয়ে পড়ে। ফেসবুকে যদি কেউ তাকে হাই লিখে তো তাকে আই লাভ ইউ বলে দেয়। আপনি কোন মেয়ের সাথে দুই চারদিন কথা বলেছেন আর পঞ্চম দিনে প্রপোজ করে দিলেন নাসার ইন্টারনেট স্পিড এর থেকেও দ্রুত তাদের ভালোবাসা। আর এখানেই ভুল করে যে খুব তাড়াতাড়ি প্রপোজ করে ফেলো আর মেয়েরাও না বলে দেয়। আর তার পরে সে দুঃখি ফিল করতে শুরু করে। আর বলতে শুরু করে আর এই আর এসব মেয়েদের চক্করে না আর পড়া যাবে না। তো ভাই আগে নিজে কিছুটা প্রেসেন্স রাখো এত তাড়াতাড়ি কখনোই কোন মেয়ে ইমপ্রেস হবে না তাই এরকম ভাবে প্রোপোজ করে কখনোই কোনো লাভ নেই।

আরও পড়ুন: মেয়েরা কেন খারাপ ছেলেদের পছন্দ করে, কেন মেয়েরা অজান্তেই ভালোবেসে ফেলে !

7.You are not meeting new people মানে আপনি নতুন নতুন মানুষের সঙ্গে মিশছেন না, আপনি আপনার বন্ধুত্ব বাড়াচ্ছেন না, চার বছর ধরে সেই একই বন্ধু-বান্ধবী ওই একই গ্রুপের মেম্বার আর সেই সব মেয়ে যারা আপনাকে কোন পাত্তাই দেয় না। আর এদের সাথে টাইম স্পেন্ট করে যাচ্ছেন। তো এবার প্রশ্ন করুন যে আমি এখনো সিঙ্গেল কেন আর এর কারণটা হলো আপনার বন্ধুত্বের সার্কেল কম তাই আপনার কাছে অপশন কম। যাকে আপনি লাইক করেন হয়তো সে অন্য কাউকে ভালোবাসে নয়তোবা হতে পারে যে তারা আপনার উপর কোন ইন্টারেস্টে নেই। তাহলে আপনার কি করতে হবে আপনাকে নতুন বন্ধু বানাতে হবে নতুন কাউকে খুঁজেতে হবে সে জিমের মেয়েই হোক বা কলেজের কোন সিনিয়ার বা জুনিয়র সবার সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করুন। যত বেশি সম্ভব কানেকশন বানাতে শুরু করুন। কারণ এটা তো নিশ্চিত যে যতদিন আপনি নতুন বন্ধু না  বানাবেন ততদিন আপনার গার্লফ্রেন্ড জুটবে না।


7.You are very shy মানে আপনি অনেক বেশি লাজুক আর আপনার সিঙ্গেল হওয়ার এটা বড় কারণ। এমনিতে তো আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা কথা বলেন কিন্তু একটা মেয়ের সঙ্গে ফেস টু ফেস দুই মিনিটও কথা বলতে পারেন না। এফবিতে বেকার বেকার ফানি ফানি মিম শেয়ার করেন। কিন্তু রিয়েলিটিতে আপনার কথা থেকে আরো হাসি আসে না। স্কুল কলেজ ফ্যামিলি ফাংশন সব জায়গায় সবসময় চুপচাপ থাকেন। আর আপনি যদি কাউকে লাইক করে থাকেন তো আপনার মধ্যে কোন হিম্মত নেই যে আপনি তাকে আপনার মনের কথাটা বলবেন। রাত্রে ঘুমাতে ঘুমাতে হয়ত আপনি ভাবেন কাল পাক্কা তাকে মনের কথা বলে দেবো। তাই যাই হয়ে যাক না কেন, কিন্তু পরের দিন আপনার সামনে আসে তখন আপনার মুখ দিয়ে একটা শব্দ বের হয়না। তো ভাই এই লাজুক ব্যাপারটা একেবারেই ঠিক নয়। তাই আপনি নিজেকে একটু বদলান কারণ আপনি যদি লাজুক থাকেন তাহলে না তো আপনি কোনদিন ভাল জব পাবেন আর না কোন বিজনেস করতে পারবেন। কারণ এসব ক্ষেত্রে আপনাকে অনেক বেশি মানুষের সঙ্গে কথা বলতে হবে। 


8.You have not found the right girl yet  মানে আপনি এখনো পর্যন্ত আপনার পছন্দের মত কোন মেয়েই পাননি এই ব্যাপারটা নিয়ে অত চিন্তা করার কিছুই নেই হতে পারে আপনি যে ধরনের মেয়ে পছন্দ করেন তেমন ধরনের মেয়ে এখন আপনি পাননি। আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যাতে লেখা ছিল আপনি যদি 21 বছর পর্যন্ত সিঙ্গেল থাকেন তাহলে সারাটা জীবনই আপনি সিঙ্গেল থেকে যাবে। বাট আমি তো এটাই বলব এর থেকে ফালতু পোস্ট আমি এর আগে কখনো দেখি নি। কারণ আমি নিজের চোখে এমন অনেক ছেলেকে দেখেছি যারা কুড়ি বাইশ বছর পর্যন্ত সিঙ্গেল ছিল কিন্তু আজ সে বহু নিয়ে ঘুরছে হতেই পারে যে ছেলেটি স্কুল-কলেজের ফেমাস ছিল প্রতিটি মেয়ে যার জন্য ছিল ফিদা ছিল হতে পারে ফিউচারে কোন মেয়েটাকে পছন্দ করবে না। আবার এমনও হতে পারে আজ হয়তো আপনি সিঙ্গেল কিন্তু কয়েক মাস বা কিছু বছর পর হয়তো আপনি আপনার পছন্দের মানুষটিকে খুঁজে পাবেন আর যে কিনা ওই  সকল মেয়েদের থেকে অনেক বেটার হবে যারা এতদিন আপনাকে শুধু ইগনোর করে এসেছে। 

সুতরাং আপনারা আশা হারাবেন না। বর্তমানে আপনিও তো সিঙ্গেল তারমানে কিন্তু এটা নয় যে আপনি সারাজীবন সিঙ্গেল থেকে যাবে। 

আরও পড়ুন: ভারতীয় মেয়েদের এই গোপন কথাগুলি কেউ আপনাকে বলবে না !

Post a Comment

নবীনতর পূর্বতন